কেকে-র মুখে ছিল ক্ষতচিহ্ন? অস্বাভাবিক মৃত্যুর মামলা করল কলকাতা পুলিশ
প্রয়াত জনপ্রিয় গায়ক কেকে। একটা গোটা প্রজন্মকে মুগ্ধ করেছিলেন তিনি, নিজের কণ্ঠের জাদুতে। সেই কেকেই সকলকে কাঁদিয়ে চলে গেলেন অকালে। রয়ে গেল তাঁর গান। ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে জীবনের শেষ শো করলেন তিনি।
জনপ্রিয় গায়কের মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে নিউমার্কেট থানার পুলিশ। অনুষ্ঠান শেষে হোটেলে ফিরে অসুস্থ বোধ করায় কেকে-কে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু সেখানে চিকিৎসকেরা জানিয়ে দিলেন, সব শেষ। রাতে মর্গেই রাখা হয়েছে কেকে-র দেহ। বুধবার তাঁর দেহের ময়নাতদন্ত হবে। সকালেই শহরে আসবেন কেকে-র স্ত্রী ও পুত্র। তাঁদের হাতে দেহ তুলে দেওয়া হবে শিল্পীর দেহ।
পুলিশের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হয়েছেন কেকে। তবু, সমস্ত দিক খতিয়ে দেখছে তারা। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়ছে। তিনি মধ্য কলকাতার যে পাঁচতারা হোটেলে ছিলেন, তাঁর শিফট ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
কেকের শো দেখতে ভিড় উপচে পড়েছিল নজরুল মঞ্চে। টিকিটের হাহাকার ছিল শহর জুড়ে। সাথে প্যাচপ্যাচে গরম, আর প্রেক্ষাগৃহে নানা রকমের আলোর ঝলকানি। মঞ্চে গাইতে গাইতে কেকে বার বার রুমালে ঘাম মুছছিলেন। একাধিক বার ছোট বোতল থেকে খাচ্ছিলেন জল। তবে কি শো চলাকালীনই শিল্পী অসুস্থ বোধ করছিলেন? প্রশ্ন নেটনাগরিকদের।