দেশ বিভাগে ফিরে যান

গত ২৪ ঘন্টায় আরও বাড়ল দেশের করোনা আক্রান্তের সংখ্যা, উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্র

June 1, 2022 | < 1 min read

বেড়েই চলেছে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। সমানে পাল্লা দিয়ে বাড়ছে করোনা পজিটিভিটি রেট এবং অ্যাকটিভ কেস। স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ। বিশেষ করে মহারাষ্ট্রের করোনা গ্রাফ ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২,৭৪৫ জন। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। দেশের দৈনিক পজিটিভিটি রেট ০.৬০ শতাংশ।

মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছেন ৭১১ জন। মুম্বইয়ে একলাফে ২৩১ শতাংশ বেড়েছে হাসপাতালে ভর্তির হার। অন্যদিকে, দেশের রাজধানী দিল্লিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৭৩ জন।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৬ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৬৩৬। বর্তমানে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ৩৮৬।

এখনও পর্যন্ত দেশে ১৯৩ কোটি ৫৭ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১০ লক্ষের বেশি মানুষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Covid Update, #India Fights Corona, #covid19

আরো দেখুন