কেকে-র ময়নাতদন্ত রিপোর্টে বিস্ফোরক দাবি, লিভার-ফুসফুসের সমস্যা ছিল গায়কের!
অকালেই চলে গেলেন গায়ক কেকে। মঙ্গলবার নজরুলমঞ্চে অনুষ্ঠান ছিল তাঁর। শোয়ের শেষে হোটেলে ফেরার পর অসুস্থবোধ করেন তিনি। তড়িঘড়ি হাসপাতাল নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তারকা গায়কের এই আচমকা মৃত্যুর সংবাদ প্রকাশ্যে আসতেই তাঁর অকালপ্রয়াণের কারণ নিয়ে শুরু হয় জল্পনা।
এই জল্পনার সম্ভবত অবসান হল ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে। বুধবার এসএসকেএম-এ ময়নাতদন্ত সম্পন্ন হয় প্রয়াত সঙ্গীতশিল্পীর। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, প্রয়াত গায়কের মৃত্যু কোনও অস্বাভিক কারণে হয়নি। বাহ্যিক কোনও আঘাতের চিহ্নও তাঁর দেহে পাওয়া যায়নি।
কেকে-র ময়না তদন্তের রিপোর্ট বলছে লিভার আর ফুসফুস অবস্থা ভাল ছিল না সঙ্গীতশিল্পীর। রিপোর্ট বলছে কেকে-র মৃত্যু হয়েছে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টের জন্যই। বুধবার এসএসকেএম হাসপাতালে কেকে-র ময়নাতদন্তের হয়। সেই ময়নাতদন্তের সম্পূর্ণ প্রক্রিয়ার ভিডিয়ো করা হয়েছে।