দেশ বিভাগে ফিরে যান

রাজ্যসভায় মনোয়ন পাননি, কী হতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রী নকভির ভবিষ্যৎ?

June 1, 2022 | < 1 min read

মুক্তার আব্বাস নকভি, ছবি সৌজন্যে এএনআই

ঠিক কী হতে চলেছে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী মুখতার আব্বাস নকভির ভবিষ্যৎ? তার রাজ্যসভার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। কয়েক দিন আগে ১৬ জন নেতাকে রাজ্যসভার মনোনয়ন দেয় বিজেপি, তার মধ্যে নাম ছিল না বিজেপির এই মন্ত্রীর।

নকভি ১৯৯৮ সালে রামপুর লোকসভা থেকে জিতে সাংসদ হয়েছিলেন। তারপর তিনি হেরে যান। সম্প্রতি সমাজবাদী পার্টির আজম খান এই লোকসভা থেকে পদত্যাগ করেছেন, সুতরাং উপনির্বাচন হতে চলেছে সেখানে। এই রামপুর থেকেই কী জিতিয়ে আনা হবে নকভিকে? উঠছে প্রশ্ন।

অন্যদিকে, গুজব চাউর হয়েছে, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে উপরাষ্ট্রপতি পদে বিজেপির থেকে মনোনয়ন পেতে পারেন সংখ্যালঘু কোনও নেতা। সেই হিসেবে সবার আগে নাম থাকবে নকভিরই।

যেহেতু তিনি কেন্দ্রীয় মন্ত্রী, নকভি ছয় মাস সময় পাবেন লোকসভা থেকে জিতে আসতে বা রাজ্যসভায় আবার মনোনয়ন পেয়ে সাংসদ হতে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Mukhtar Abbas Naqvi, #Rajya Sabha

আরো দেখুন