চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না ইডি, আদালতের দ্বারস্থ অভিষেক
২০১৬ সালে পথদুর্ঘটনায় চোখে গুরুতর আঘাত পান ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের একান্ত প্রচেষ্টায় তার সেই চোখটি বেঁচে যায়, কিন্তু তারপর নিয়মিতভাবে তাঁকে চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে। সেই চিকিৎসার কারণেই তাঁকে যেতে হবে দুবাই। কিন্তু বাধ সাধছে ইডি। বিদেশে যাবার অনুমতি দিচ্ছে না তারা। চিকিৎসার জন্য যাতে তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়, সেই কারণে এবার হাইকোর্টের শরণাপন্ন হলেন অভিষেক।
এর আগে একটি মামলার সাক্ষী হিসেবে অভিষেককে বারংবার দিল্লিতে দেকে পাঠায় ইডি। তখন কলকাতায় যাতে জিজ্ঞাসাবাদ চালানো হয়, এই অর্থে সুপ্রিম করতে যান অভিষেক। দেশের উচ্চতম আদালত তখন প্রশ্নই করে দিল্লির পরিবর্তে কেন কলকাতায় ডায়মন্ডহারবারের সাংসদকে জিজ্ঞাসাবাদ করছে না ইডি? কার্যত সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপর কলকাতাতেই পরবর্তী জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত হয়।