রাজ্য বিভাগে ফিরে যান

অভিষেকের বিদেশযাত্রায় থাকল না বাধা, অনুমতি দিল আদালত

June 2, 2022 | < 1 min read

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় রইল না কোনও বাধা। আজ কলকাতা হাইকোর্টের নির্দেশে কাটল জট। ২০১৬ সালে পথদুর্ঘটনায় চোখে গুরুতর আঘাত পান ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের একান্ত প্রচেষ্টায় তার সেই চোখটি বেঁচে যায়, কিন্তু তারপর নিয়মিতভাবে তাঁকে চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে। সেই চিকিৎসার কারণেই তাঁকে যেতে হবে দুবাই। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ১০ জুন পর্যন্ত বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়েছে।

কিন্তু বাধ সাধে ইডি। বিদেশে যাবার অনুমতি দিতে অস্বীকার করে সংস্থা। তাদের যুক্তি, বিদেশে গেলে বিনয় মিশ্রের সঙ্গে দেখা করতে পারেন অভিষেক। তাই, তাঁকে বিদেশে যেতে দেওয়া সঙ্গত নয়। পাল্টা, চিকিৎসার জন্য যাতে তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়, সেই কারণে এবার হাইকোর্টের শরণাপন্ন হন অভিষেক। আজ বিশেষ শুনানিতে জয়ী হলেন অভিষেক। রুজিরো অভিষেকের সঙ্গে বিদেশে যেতে পারবেন।

এর আগে একটি মামলার সাক্ষী হিসেবে অভিষেককে বারংবার দিল্লিতে দেকে পাঠায় ইডি। তখন কলকাতায় যাতে জিজ্ঞাসাবাদ চালানো হয়, এই অর্থে সুপ্রিম করতে যান অভিষেক। দেশের উচ্চতম আদালত তখন প্রশ্নই করে দিল্লির পরিবর্তে কেন কলকাতায় ডায়মন্ডহারবারের সাংসদকে জিজ্ঞাসাবাদ করছে না ইডি? কার্যত সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপর কলকাতাতেই পরবর্তী জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#abhishek banerjee, #tmc, #calcutta high court

আরো দেখুন