রাজ্য বিভাগে ফিরে যান

কল্যাণী AIIMS-এ বেআইনি চাকরি, তদন্তে CID

June 2, 2022 | < 1 min read

ফের সংকট বাড়ল বিজেপির। কল্যাণী AIIMS-এ বিজেপির দুই বিধায়কের আত্মীয়কে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়া নিয়ে তদন্তে নামলো সিআইডি (CID)। এই মামলায় একটি FIR ও করা হয়েছে; তাতে নাম আছে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের।

বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রী দানাকে কল্যাণী এইমসের নার্সিং কলেজে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে চাকরি দেওয়া হয়েছে কোনও পরীক্ষা ছাড়াই। একইভাবে চাকদহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক বঙ্কিম চন্দ্র ঘোষের পুত্রবধূও AIIMS কল্যাণীতে চাকরি পেয়েছেন।

বিজেপিরই এক স্থানীয় নেতা এমন অভিযোগ জানিয়ে চিঠি লেখেন অমিত শাহ। জানা যাচ্ছে মৈত্রী দানাকে নিয়োগের জন্য সুপারিশ করেছিলেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার। স্বজনপোষণের মাধ্যমে জনপ্রতিনিধিদের আত্মীয়দের এভাবে চাকরি পাওয়াকে ভালো চোখে দেখেননি বিজেপি কর্মীরাই।

গত ৬ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ইমেলের মাধ্যমে বিষয়টি জানান বিজেপি বনগাঁ সাংগঠনিক জেলার সদস্য পার্থ চট্টোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#CID, #kalyani, #Kalyani AIIMS, #investigation

আরো দেখুন