বিনোদন বিভাগে ফিরে যান

কেকে-র প্রয়ানের পরের দিনই মৃত্যু হলে দিল্লির ২২ বছরের গায়ক শেইল সাগরের

June 2, 2022 | < 1 min read

বুধবার প্রয়াত হলেন দিল্লির স্বতন্ত্র সংগীতশিল্পী এবং গায়ক শেইল সাগর। মাত্র ২২ বছর বয়সে চলে গেলেন তিনি। তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। কেকে-র পর তাঁর মৃত্যুর খবরে শোকার্ত সঙ্গীতপিপাসুরা

দিল্লির সঙ্গীত সার্কিটের একজন জনপ্রিয় স্বতন্ত্র সংগীতশিল্পী ছিলেন শেইল সাগর। তাঁর প্রথম অ্যাকোয়েস্টিক সিঙ্গলস ‘ইফ আই ট্রাইড’, তাঁকে জনপ্রিয়তা এনে দেয় নতুন প্রজন্মের কাছে। ২০২১ সালে আরও তিনটে সিঙ্গলস ‘বিফোর ইট গোজ’,’স্টিল’,’মিস্টার মোবাইল ম্যান লাইভ’ রিলিজ করেছিলেন। তাঁর অন্যতম গান ‘মিস্টার মোবাইল ম্যান লাইভ’ লাইভ রেকর্ড করা হয় গুরুগ্রামের পিয়ানো ম্যান জ্যাজ ক্লাবে।

শেইলের মৃত্যুতে অনেকেই তাঁদের শোকবার্তা জানিয়েছেন। তাঁর গানের গলার জন্য অল্প সময়ের মধ্যে তিনি সঙ্গীতপিপাসুদের অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন। খুব কোন সময়েই বেশ কয়েকটি পুরস্কার পেয়েছিলেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Sheil Sagar, #delhi, #Singer

আরো দেখুন