বিনোদন বিভাগে ফিরে যান

প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলায় জয়ী জনি ডেপ, পাবেন ১৫ মিলিয়ন

June 2, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: people com

প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলা জিতলেন আমেরিকান অভিনেতা জনি ডেপ। আদালত রায় দিয়েছে, অ্যাম্বার গার্হস্থ্য হিংসার যে অভিযোগ জনির বিরুদ্ধে এনেছিলেন তা মিথ্যা এবং অবমাননাকর। অ্যাম্বারকে প্রায় ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত।

জনির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনার পিছনে অ্যাম্বারের অসৎ উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে আদালত। ২০১৮ সালে জনির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছিলেন হার্ড। এর পরেই তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন ডেপ। অভিনেতা মিথ্যা বলছেন দাবি করে পাল্টা মামলা করেন অ্যাম্বারও।

এই মামলার শুনানি নিয়ে দুই পক্ষের মধ্যে বিস্তর কাদা ছোড়াছুড়ি হয়েছে। শুনানির লাইভ স্ট্রিমিং দেখেছে সারা বিশ্ব। বহুল চর্চিত হয়েছে এই বিবাদ। তিন দিন ধরে সাত সদস্যের জুরি প্রায় ১৩ ঘণ্টা আলোচনা করার উপর এই সিদ্ধান্তে পৌঁছলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Johny Depp, #Amber Heard, #case

আরো দেখুন