বিনোদন বিভাগে ফিরে যান

আজ দুপুরে KK-র শেষকৃত্য, চোখের জলে বিদায় জানাবে মুম্বই

June 2, 2022 | < 1 min read

অকালেই চলে গেলেন গায়ক কেকে। মঙ্গলবার নজরুলমঞ্চে অনুষ্ঠান ছিল তাঁর। শোয়ের শেষে হোটেলে ফেরার পর অসুস্থবোধ করেন তিনি। তড়িঘড়ি হাসপাতাল নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তারকা গায়কের এই আচমকা মৃত্যুর সংবাদ প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ সঙ্গীতমহল।

আজ KK-র শেষকৃত্য সম্পন্ন হবে মুম্বইয়ের ভার্সোভা শ্মশানে। সূত্রের খবর, দুপুর ১টায় শেষকৃত্য হবে গায়কের। তার আগে সকাল ১০.৩০ থেকে ১২.৩০টা। ভার্সোভা আন্ধেরির পার্ক প্লাজায় শায়িত থাকবে তাঁর মরদেহ। গতকাল SSKM হাসপাতালে ময়নাতদন্তের পর গায়কের মরদেহ কলকাতা থেকে মুম্বই নিয়ে যাওয়া হয়। তার আগে রবীন্দ্র সদনে রাজ্য সরকারের তরফে গান স্যালুট দেওয়া হয় প্রয়াত গায়ককে।

প্রসঙ্গত, গায়কের ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তাঁর মৃত্যু কোনও অস্বাভিক কারণে হয়নি। বাহ্যিক কোনও আঘাতের চিহ্নও তাঁর দেহে পাওয়া যায়নি। কেকে-র ময়না তদন্তের রিপোর্ট বলছে লিভার আর ফুসফুস অবস্থা ভাল ছিল না সঙ্গীতশিল্পীর। রিপোর্ট বলছে কেকে-র মৃত্যু হয়েছে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টের জন্যই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Krishnakumar Kunnath Death, #Mumbai, #last rites

আরো দেখুন