নতুন ইনভেস্টারের সঙ্গে চুক্তি, বদলে যাচ্ছে মহামেডান
ইন্ডিয়ান সুপার লীগ বা আইএসএলের (ISL) আগামী মরশুমে খেলতে দেখা যাবে মহামেডানকে? এই আশাতেই বুক বাঁধছে সমর্থকরা। মুম্বই স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট কোম্পানি ‘টয়াম ইন্ডাস্ট্রিজ’ এর হাত ধরে হয়তো এই স্বপ্নপূরণ হতে চলেছে।
১০০ কোটি টাকার চুক্তিতে ‘টয়াম ইন্ডাস্ট্রিজ’ কে ৫১ শতাংশ শেয়ার বিক্রি করতে চলেছে মহামেডান স্পোর্টিং ক্লাব। ক্লাবের কাছে থাকবে ৫০ শতাংশ শেয়ার। এর ফলে দলের নামে কোনও পরিবর্তন হবে না। আর এই চুক্তির ফলেই ২০২৩—২৪ মরশুমে আইএসএল খেলার সুযোগ পেতে পারে মহামেডান।
টয়াম ইন্ডাস্ট্রিজ হচ্ছে একমাত্র স্পোর্টিং কোম্পানি, যারা মুম্বই স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত। স্পোর্টিং অ্যাকটিভিটি ছাড়াও ফিটনেস, ফ্যাশন, ফিল্ম, এন্টারটেইনমেন্টেও বিনিয়োগ করছে টয়াম ইন্ডাস্ট্রিজ। রাজস্থানের একটি ক্রিকেট লিগও কিনে নিয়েছে তারা। দুবাই এবং সৌদি আরব থেকে বিভিন্ন স্পোর্টিং অ্যাকটিভিটিতে বিনিয়োগ করা হয়েছে এই কোম্পানিতে।
প্রাক্তন বক্সার মাইক টাইসন (Mike Tyson) রয়েছেন টয়াম স্পোর্টসের বোর্ডে। আছেন ভারতীয় মহিলা রেসলার গীতা ফোগটের বাবাও।