দেশ বিভাগে ফিরে যান

গত ২৪ ঘন্টায় ভারতে ৩৫.২২ শতাংশ বাড়ল করোনা সংক্রমণ, একদিনে আক্রান্ত ৩,৭১২ জন

June 2, 2022 | < 1 min read

বেড়েই চলেছে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। সমানে পাল্লা দিয়ে বাড়ছে করোনা পজিটিভিটি রেট এবং অ্যাকটিভ কেস। স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ। গত ২৪ ঘন্টায় ভারতে ৩৫.২২ শতাংশ বাড়ল করোনা সংক্রমণ। বিশেষ করে মহারাষ্ট্রের করোনা গ্রাফ ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৩,৭১২ জন। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। দেশের দৈনিক পজিটিভিটি রেট ০.৬০ শতাংশ।

মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছেন ১,০৮১ জন। অন্যদিকে, দেশের রাজধানী দিল্লিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৬৮ জন।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৫ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৬৪১। বর্তমানে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ হাজার ৩৫৩। এখনও পর্যন্ত দেশে ১৯৩ কোটি ৭০ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid 19 Awareness Campaign, #India Fights Corona, #India, #Corona Virus, #covid 19

আরো দেখুন