বিনোদন বিভাগে ফিরে যান

KK-র বিরুদ্ধে বিষোদ্গারের জের, রূপঙ্করের জিঙ্গেল নিয়ে চরম সিদ্ধান্ত Mio Amore-র

June 3, 2022 | < 1 min read

এই মুহূর্তে বাংলায় যদি কোনও ব্যক্তি সবচেয়ে বেশি troll এর শিকার হয়ে থাকেন, সেটা হলেন রূপঙ্কর বাগচী। ফেসবুক লাইভে এসে জনপ্রিয় গায়ক KK-র বিরুদ্ধে বিষোদ্গার করে জনতার রোষানলে পড়েছিলেন তিনি। এরই মধ্যে দুর্ভাগ্যজনকভাবে প্রয়াত হন কেকে। এতে মানুষের ক্ষোভ গিয়ে পড়েছে রূপঙ্করের ওপর। তাকে বয়কট করার ডাক দিয়েছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, কলকাতার অন্যতম কনফেকশনার Mio Amore-র জিঙ্গল গেয়েছিলেন রূপঙ্কর বাগচী। স্বভাবতই, রূপঙ্করকে আক্রমণ করতে গিয়ে অনেকেই টার্গেট করেছেন মিও আমোরে-কেও। তাদের বক্তব্য, অবিলম্বে রূপঙ্করের জিঙ্গেল প্রত্যাহার না করলে বয়কট করা হবে Mio Amore কেও। এরপরই নড়েচড়ে বসে এই সংস্থা।

জনৈক এক ফেসবুক ব্যবহারকারীর পোস্টে কমেন্ট করে সংস্থা জানিয়েছে, রূপঙ্করের বক্তব্যকে তারা সমর্থন করেন না। মানুষের আবেগকে মাথায় রেখে রূপঙ্করের জিঙ্গেল নিয়েও চরম সিদ্ধান্ত নিতে চলেছেন তারা।

দেখে নিন কী লিখেছে ওই সংস্থা:

“গায়ক Rupankar Bagchi র মন্তব্যে আমরা দুঃখিত। Mio Amore in no way supports or is associated with what Rupankar Bagchi has said. In view of the consumer sentiments, we are going to take action on the brand jingle in due time. আপনারা আমাদের সাথে থাকুন।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Boycott Rupankar Bagchi, #jingle Songs, #mio amore

আরো দেখুন