অসমের বিজেপি মুখ্যমন্ত্রীর স্ত্রী’র সংস্থার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে নিরপেক্ষ তদন্তের দাবি তুলল তৃণমূল
টেন্ডার ছাড়াই একটি সংস্থাকে পিপিই কিটের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ। আর সেই অভিযোগে নাম জড়ালো খোদ মুখ্যমন্ত্রীর স্ত্রীর। এমন ঘটনাই ঘটল অসমে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার স্ত্রী রিনিকি ভুইঞাঁর সংস্থার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। রিনিকির সংস্থা পিপিই কিট তৈরি করে।
তৃণমূল কংগ্রেস এই ঘটনার নিরপেক্ষ তদন্তর দাবি তুলেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র সুখেন্দুশেখর রায় শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার জন্য নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস মনে করে যে অভিযোগগুলো সামনে এসেছে তার নিরপেক্ষ তদন্তের প্রয়োজন। এই নিরপেক্ষ তদন্ত তখনি হতে পারে যখন সুপ্রিম কোর্ট সিট গঠন করে তদন্তের নির্দেশ দেবে। সুপ্রিম কোর্ট গঠিত সিটের মাধ্যমে তদন্ত হলে এবিষয়ে সমস্ত সঠিক তথ্য সকলের সামনে চলে আসবে।
কোভিড অতিমারির সময়কালে যে চারটি সংস্থাকে পিপিই কিটের বরাত দেওয়া হয়েছিল, তার মধ্যে তিনটি সংস্থারই যোগ ছিল হিমন্তের স্ত্রীর সঙ্গে। রিপোর্টে দাবি করা হয়, কোভিড অতিমারির সময় পাঁচ হাজার পিপিই কিট সরবরাহ করার বরাত দেওয়া হয়েছিল জেসিবি ইন্ডাস্ট্রিজকে। এই সংস্থাটি রিনিকির। কোম্পানিটিকে টেন্ডারিং প্রক্রিয়া অনুসরণ না করেই জাতীয় স্বাস্থ্য মিশন-অসম এই অর্ডার দিয়েছিল।
রিপোর্টে দাবি করা হয়, জেসিবি ইন্ডাস্ট্রিজ আগে কোনওদিন চিকিৎসা সরঞ্জাম তৈরি করেনি। তা সত্ত্বেও এই সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল সরকারের তরফে।