৪৪ দিনের মাথায় উচ্চমাধ্যমিকের ফল, প্রকাশিত হবে ১০ জুন
আগামী ১০ জুন উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হবে। নির্ধারিত দিনে বেলা ১০ টায় অনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশিত হবে। ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের নম্বর জানতে পারবে উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা। বেলা ১১ টা থেকেই অনলাইনে রেজাল্ট জানা যাবে।
করোনার সংক্রমণের দাপট কমায়, চলতি বছর অফলাইনেই ফিরেছিল পরীক্ষা। নিয়ম মেনে স্কুলে গিয়েই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে পড়ুয়ারা। ২৭ এপ্রিল, ২০২২ তারিখে শেষ হয়েছিল চলতি বছরের উচ্চমাধ্যমিক। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় বেরোচ্ছে উচ্চমাধ্যমিকের ফল।
http://wbresults.nic.in, www.exametc.com, www.results.sikksha-সহ মোট ১২ টি ওয়েবসাইটে ফল দেখা যাবে।
এছাড়াও এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা। সেক্ষেত্রে মোবাইল থেকে WB12 লিখে স্পেস দিয়ে নিজের রোল নম্বর লিখে ৫৬৭৬৭৫০ নম্বরে মেসেজ পাঠাতে হবে। তারপরেই মেসেজের মাধ্যমে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে।
এছাড়া www.exametc.com-এ আগে থেকেই প্রি রেজিস্ট্রার করে রাখবে পারবে পড়ুয়ারা। সেক্ষেত্রে নিজের রোল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সারতে হবে। তারপর ফল প্রকাশিত হলেই এসএমএসের মাধ্যমে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে।