দেশ বিভাগে ফিরে যান

প্রতিটি মসজিদের নিচে শিবলিঙ্গ কেন খুঁজতে হবে? তাৎপর্যপূর্ণ মন্তব্য ভাগবতের

June 3, 2022 | < 1 min read

মন্দির মসজিদ বিতর্কে উত্তাল দেশ। জ্ঞানবাপী মসজিদের নিচে কি শিব মন্দির ছিল, এই প্রশ্নের উত্তর পেতে মামলা গড়িয়েছে আদালতের দোরগোড়ায়। জ্ঞানবাপী ছাড়াও কুতুব মিনার এবং তাজ মহল নিয়েও নানা দাবি করা হচ্ছে। নতুন করে মাথাচাড়া দিচ্ছে হিন্দু ও মুসলমানদের মধ্যে বিদ্বেষ। এবার এই বিতর্কে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত।

নাগপুরে এক সভায় ভাগবত বলেন, ‘‘আমাদের কিছু জায়গা (ধর্মীয় স্থান) নিয়ে বিশেষ ভক্তি থাকতে পারে। কিন্তু তা বলে রোজ নতুন নতুন বিষয় কেন জাগিয়ে তোলা হবে? আমাদের আদৌ বিতর্ক বাড়ানো উচিত নয়। জ্ঞানবাপী নিয়ে আমাদের ভক্তি-শ্রদ্ধা থাকতেই পারে। কিন্তু তা বলে প্রত্যেক মসজিদেই কেন শিবলিঙ্গ খোঁজা হবে?’’

জ্ঞানবাপী প্রসঙ্গে সঙ্ঘপ্রধানের বক্তব্য, ‘‘ইতিহাসকে পাল্টানো যায় না। আজকের কোনও হিন্দু বা মুসলিম এটা তৈরি করেননি। অতীতে হয়েছিল। বহিরাগত আক্রমণকারীদের মাধ্যমে ইসলাম এ দেশে এসেছিল। দেশের স্বাধীনতাকামীদের মনোবল নষ্ট করতে দেবস্থান ভাঙা হয়েছিল।’’ সকলকে আদালতের সিদ্ধান্ত মেনে চলতে বলেছেন তিনি।

ভাগবত আরও বলেন, ‘‘ওঁরা হয়তো অন্য ধরনের উপাসনা করেন। কিন্তু মুসলিমরা আসলে আমাদেরই মুনি-ঋষি ও ক্ষত্রিয়দের বংশধর।’’

এই মন্তব্যের মাধ্যমে উগ্র-হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলিকেই বার্তা দিলেন ভাগবত, এমনটাই মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#RSS, #Masjid, #mohan bhagwat, #VHP, #shivling

আরো দেখুন