দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

একমাসের জন্য বন্ধ থাকবে ব্যান্ডেল স্টেশন, কপালে হাত নিত্যযাত্রীদের

June 4, 2022 | < 1 min read

আগামী এক মাস চলবে নন-ইন্টারলকিংয়ের কাজ, সেই সূত্র সূত্রে গোটা জুন মাসটা বন্ধ থাকবে ব্যান্ডেল স্টেশন, দুর্ভোগ বাড়বে যাত্রীদের। উল্লেখ্য, মে মাসের শেষ সাত দিনের মধ্যে টানা ৭২ ঘণ্টা রক্ষণাবেক্ষণের কাজ চলায় ট্রেন চলাচল বন্ধ ছিল ব্যান্ডেল স্টেশনে।

রেল সূত্রে খবর, নতুন বিল্ডিং তৈরি করা হয়ে গেছে ব্যান্ডেল শাখার রুট ফাইল ইন্টারলকিংকেবিনের জন্য ৷ এবার পুরনো বিল্ডিংটি ভেঙে ফেলা হলে ওই পথ দিয়েই যাবে থার্ড লাইন। এই কাজের জন্যই বন্ধ ছিল ব্যান্ডেল স্টেশন।

পূর্ব রেল সূত্রে খবর, ‘ইন্টারলকিং সিস্টেম’ সংক্রান্ত কাজ আবার শুরু হচ্ছে ৪ জুন থেকে। এর ফলে শনিবার থেকে শুরু করে গোটা জুন মাস বন্ধ থাকবে ব্যান্ডেল স্টেশন। বাতিল করা হয়েছে মোট ১০টি লোকাল ট্রেন। ফের একমাস পরে ৪ঠা জুলাই থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে ।

কিছুদিন আগেই ব্যান্ডেল স্টেশন বন্ধ ছিল। তখন নিত্য়যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। চুঁচুড়া, খন্যানের মতো স্টেশনগুলি থেকে হাওড়া ও বর্ধমানের ট্রেন ধরতে হচ্ছিল যাত্রীদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#train, #bandel station

আরো দেখুন