রাজ্য বিভাগে ফিরে যান

সব স্কুলে একাদশ শ্রেণির আসন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

June 4, 2022 | < 1 min read

শুক্রবারই প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফল। তারপরই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ একটি বিজ্ঞপ্তি জারি করে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির আসন সংখ্যা বাড়ল। প্রতিটি স্কুলে আসন সংখ্যা ২৭৫ থেকে বাড়িয়ে করা হয়েছে ৪০০। অর্থাৎ ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে সর্বাধিক ৪০০ জন পড়ুয়াকে ভর্তি নিতে পারবে কোনও স্কুল।

এ বছর মাধ্যমিক পাশ করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন পড়ুয়া। যা অন্যান্য বছরের তুলনায় কিছুটা বেশি। ফলে ছাত্র-ছাত্রীদের স্কুলে ভর্তি হতে যাতে কোনও রকম সমস্যার সম্মুখিন হতে না হয়, তার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

TwitterFacebookWhatsAppEmailShare

#School, #class 11, #seats, #West Bengal

আরো দেখুন