উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

জিটিএ নিবাচনের আগে জোড় ধাক্কা খেলেন গুরুং, দল ছেড়ে মনোনয়ন জমা কার্যকারী সভাপতির

June 4, 2022 | < 1 min read

জিটিএ নির্বাচন যাতে এখনই না হয়, সেই দাবিতে অনশনে বসেছিলেন গোর্খা জনমুক্তি মোর্চারনেতা বিমল গুরুং। সেই অনশন কার্যত ছিল ফ্লপ শো। এবার মোর্চার কার্যকারী সভাপতি পদ থেকে ইস্তফা দিয়ে নির্দল প্রার্থী হিসেবে শুক্রবার মনোনয়ন জমা দেন লোপসাং লামা।

লোপসাং লামা গোর্খা জনমুক্তি মোর্চায় এই মুহূর্তে গুরুং ও রোশন গিরির পর সবচেয়ে প্রভাবশালী নেতা ছিলেন । লামার মোর্চা থেকে পদত্যাগ পাহাড়ের রাজনৈতিক মহল তাঁর প্রাক্তন দলের কাছে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। জিটিএর জলঢাকা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন লোপসাং লামা ।

জিটিএর ৪৫ টি আসনে লড়াই হবে। সবকটি আসনে প্রার্থী দিয়েছে অজয় এডওয়ার্ড-এর হামরো পার্টি ও ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। মাত্র ১০ আসনে লড়ছে তৃণনূল। গোর্খা জনমুক্তি মোর্চা, জিএন‌এল‌এফ ও বিজেপি নির্বাচনে অংশ নিচ্ছে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Gorkha Janmukti Morcha, #Bimal Gurung, #lopsang lama

আরো দেখুন