দেশ বিভাগে ফিরে যান

কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে, মাস্ক পরা বাধ্যতামূলক করল মহারাষ্ট্র

June 4, 2022 | < 1 min read

মহারাষ্ট্রে ফের কোভিডে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত কয়েক দিন ধরে সংক্রমণের সংখ্যা ১ হাজারের ওপর। আর কোভিড সংক্রমণ বাড়তেই আবার মাস্ক পরা বাধ্যতামূলক করল মহারাষ্ট্র সরকার। কোভিড সংক্রান্ত এক নির্দেশিকা জারি করে মহারাষ্ট্রের সমস্ত জেলা প্রশাসনকে একাধিক নির্দেশ পাঠিয়েছেন ওই রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব প্রদীপ ব্যাস। সেই নির্দেশিকায় মাস্ক বাধ্যতামূলকের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

অতিরিক্ত মুখ্যসচিব প্রদীপ ব্যাস সংবাদমাধ্যমে বলেন, ‘‘ভিড় জায়গায়, ট্রেন, বাস, সিনেমাহল, অডিটোরিয়াম, অভিস, আদালত, হাসপাতাল, স্কুল এবং কলেজে মাস্ক পড়া বাধ্যতামূলক।’’ তিনি আরও বলেন, পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, তাই আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মাস্ক পরা বাধ্যতামূলক করা হল।

তিন মাস পর মহারাষ্ট্রে ফের কোভিড সংক্রণ এক হাজার পার করেছে। যা উদ্বেগের বিষয়। সেই কারণেই কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না মহারাষ্ট্র সরকার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Corona Virus, #mask, #Maharashtra, #covid 19, #India Fights Corona

আরো দেখুন