দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

‍‍গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ওন্দার বিজেপি বিধায়ক, স্লোগান ওঠে ‘চোর হঠাও’

June 4, 2022 | < 1 min read

বাঁকুড়ায় জনসংযোগ কর্মসুচিতে নেমে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হল ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখাকে। শুক্রবার সন্ধ্যায় ওন্দার কল্যাণী অঞ্চলে এলাকার উন্নয়ন নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলতে যান ওই বিজেপি বিধায়ক। তখন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা। স্লোগান ওঠে ‘চোর হঠাও’।


এই বিষয়ে অমরনাথ বাবু বলেন, ‘তৃণমূল কংগ্রেসের মদতেই এমন ঘটনা ঘটেছে। মানুষ বিজেপি’র সঙ্গেই আছেন। আমাদের কর্মসুচি চলবে।’ যদিও শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এলাকার উন্নয়ন নিয়ে ক্ষোভ থাকায় মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।


প্রসঙ্গত, সম্প্রতি এখানে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক থেকে তিনি মানুষের হাতে সরকারি নানান প্রকল্প পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছেন। বিজেপি সাংসদ, বিধায়কদের যে এলাকায় দেখা যায় না তা নিজের বক্তব্যে তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী।


রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর সফরের পর বিজেপি বিধায়ক তরিঘরি এলাকায় ছুটে এসে ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করেন। আর তখনই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #onda, #amarnath sakha

আরো দেখুন