কলকাতা বিভাগে ফিরে যান

পরিবারের উপর দিয়ে ঝড় বয়ে চলেছে, কবিতা লিখে জানালেন রূপঙ্কর-পত্নী চৈতালী

June 4, 2022 | 2 min read

শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে সংবাদিক সম্মেলনে সংগীত শিল্পী রূপঙ্করের পাশে বসে ছিলেন স্ত্রী চৈতালী লাহিড়ি। যদিও ওই সাংবাদিক সম্মেলনে তাঁরা সংবাদিকদের কোনও প্রশ্নের জবাব দেন নি। কেবল একটি লিখিত বিবৃতি পাঠ করেন তাঁরা।

সস্ত্রীক এই সাংবাদিক বৈঠকে নিজের ফেসবুক লাইভে প্রয়াত সংগীত শিল্পী কেকে-কে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জন্য সবার কাছে ক্ষমা চান রূপঙ্কর। তিনি জানান যে কেকে-র নামটা ব্যবহার করেছিলেন প্রতীক হিসেবেই, কোন ব্যক্তিগত আক্রোশে নয়। তিনি বলেন যে মুহূর্তের অসতর্কতায়ই এই ঘটনা ঘটেছে। সেই লাইভের ভিডিও তিনি ডিলিটও করে দিয়েছেন বলে জানান তিনি। কিন্তু বাঙালি গায়ক হিসেবে সমষ্টিগত বিপন্নতা সত্যিই রয়েছে, বলেন তিনি। সর্বোপরি, তিনি সমস্ত ঘটনার জন্য মার্জনা চান।

এবার একটি কবিতা ফেসবুকে পোস্ট করলেন রূপঙ্করের স্ত্রী চৈতালী লাহিড়ি। শনিবার সকালে চৈতালি নিজের লেখা যে কবিতাটি ফেসবুক পোস্ট করেছেন, তার প্রতিটি ছত্রে কেকে বিতর্ক পরবর্তি সময়ে তাঁদের উপর দিয়ে কিরকম ঝড় বয়ে চলেছে তারই চিত্র ফুটিয়ে তুলেছেন।

চৈতালী লিখেছেন-
স্যোশাল মিডিয়া তোমার দেওয়া আ্যড্রনালিন রাশ,
ছোট্ট পরিবারের জীবনে নামিয়ে এনেছে ত্রাস।
দরকার একটা স্মার্টফোন আর মনে একরাশ ঘৃণা,
জীবনের যত না পাওয়ার যন্ত্রণা আর কিছু বাহানা।
তারপর একটা লম্বা ট্রীপ এমন নেশা কোনো
মাদকেই হয়না,
উত্তেজনা উত্তেজনা—উফফ দাদা জীবনে কী পাবোনা ভুলেছি সে ভাবনা…

চৈতালী নিজের কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছেন, তাঁদের পরিবারকে কতটা যন্ত্রণা, বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। স্ত্রী, সন্তানের মা হিসেবে তিনি অসহায়। চৈতালী প্রশ্ন তুলেছেন, ‘মা’, ‘বোন’ তো সকলের ঘরেই আছে। যাঁরা তাঁদের এমন কুরুচিকর ভাষায় আক্রমণ করে চলেছেন তারা কি একবারও মানসিক অবস্থার কথা ভাবছেন না?

তিনি লিখছেন-
তোমাদেরও ঘরে জানি আছে এমন বোন ও মা
কেমন হবে তাদের জন্য এমন সমালোচনা?
হুমকী ফোন আর অশ্লীলতা ভাষায় ও ভঙ্গীতে
বিনিদ্র রাত দুমুঠো ভাত মুখেও না রোচে।
তবুও ছিলাম নীরব জানি ওটাই তখন শ্রেয়
যতই ভাবি আমার শহর আমার বড় প্রিয়।
অচেনা আজ ঠেকে কেন চেনা লোকের মুখ
বদলে গেল চোখের ভাষা বেড়িয়ে এলো দাঁত নোখ।
ছোট্ট মেয়ে থই পায় না বাবার বিশেষণে,
ভাবছে যতই চোখের পাতা ভিজছে অভিমানে
অবুঝ তাকে কী যে বলি—–

পাশাপাশি নিজের কবিতার মাধ্যমেই চৈতালী জানিয়েছেন, যতই ঝড় আসুক, নিজে ঢাল হয়ে স্বামী, সন্তান, পরিবারকে আগলে রাখার জন্য লড়াই চালিয়ে যাবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rupankar Bagchi, #chaitali lahiri

আরো দেখুন