রাজ্য বিভাগে ফিরে যান

১০০% প্রতিবন্ধকতা জয় করে মাধ্যমিকে সাফল্য, মহঃ আলম হতে চায় স্পেস সাইন্টিস্ট

June 4, 2022 | < 1 min read

জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক নিয়ে উত্তেজনা সব ছাত্রছাত্রীর মধ্যেই থাকে। আলমগীর রহমান ব্যতিক্রম। কারণ ছোট থেকেই জীবনযুদ্ধের পরীক্ষা তাঁর কাছে এক্কেবারে আলাদা। ১০০ শতাংশ শারীরিক প্রতিবন্ধকতা তাঁর সঙ্গী।

এবারে গড্ডা গণপতি আদর্শ বিদ্যাপীঠ এই ছাত্র মাধ্যমিক পরীক্ষায় বসেন। তাঁর প্রাপ্ত নম্বর ৬২৫। আমরা তাঁর সঙ্গে ফোনে কথা বলেছিলাম, ভবিষ্যত পরিকল্পনা এবং নিজেকে প্রস্তুত করেছেন কী ভাবে জানালেন মুর্শিদাবাদের এই ছাত্র, শুনুন কী বলছেন তিনি

TwitterFacebookWhatsAppEmailShare

#Specially disabled, #madhyamik results

আরো দেখুন