খেলা বিভাগে ফিরে যান

কোকো গফকে দুরমুশ করে ফরাসি ওপেন জিতলেন ইগা সোয়াইতেক

June 5, 2022 | < 1 min read

ফরাসি ওপেন খেতাব জিতলেন টেনিস খেলোয়াড় ইগা সোয়াইতেক। ছবি সৌজন্যে: Twitter/@rolandgarros

কোকো গফকে স্ট্রেট সেটে হারিয়ে ফরাসি ওপেন (French Open) খেতাব জিতলেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় ইগা সোয়াইতেক (Iga Swiatek)। ১ ঘণ্টা ৮ মিনিটে প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন তিনি। খেলার ফল সোয়াইতেকের পক্ষে ৬-১, ৬-৩।

এর আগে ২০২০ সালে সোফিয়া কেনিনকে হারিয়ে মাত্র ১৯ বছর বয়সেই ফরাসি ওপেন জিতে নজির গড়েছিলেন। এবার দ্বিতীয় বারের জন্য তাঁর ঝুলিতে জমা পড়ল ফরাসি ওপেনের ট্রফি। এই নিয়ে ছ’টি ট্রফি জিতলেন তিনি।

এই নিয়ে ফরাসি ওপেনে একটানা ৩৫টি ম্যাচে জয় পেলেন ইগা সোয়াইতেক। এতদিন এই রেকর্ড ছিল ভেনাস উইলিয়ামসের। আরেকটি জয় পেলেই উইলিয়ামসকে পিছনে ফেলে এই রেকর্ডটিও নিজের ঝুলিতে পুরে ফেলবেন বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Iga Swiatek, #tennis player, #french open

আরো দেখুন