দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

জামাই ষষ্ঠীতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ! পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

June 5, 2022 | < 1 min read

জামাইষষ্ঠীর দিন দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস আছে। ছবি সৌজন্যে: PTI

আজ জামাই ষষ্ঠী। ঘরে ঘরে জামাই আদরের প্রস্তুতি সারছেন শাশুড়িরা। কিন্তু এই আয়োজনে বাঁধ সাধতে পারে বৃষ্টি, এমনটাই বলছে পূর্বাভাস। জামাইষষ্ঠীর দিন দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস আছে। অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে। কয়েকটি জেলার একটি বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

তবে সার্বিকভাবে দিনভর আদ্রর্তাজনিত অস্বস্তি বজায় থাকবে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Jamai Shoshthi, #Rain, #South Bengal

আরো দেখুন