রাজ্য বিভাগে ফিরে যান

মহিলা স্বনির্ভর গোষ্ঠী তৈরিতে দেশে দ্বিতীয় বাংলা, স্বীকৃতি পেল মমতার কর্মযজ্ঞ

June 5, 2022 | < 1 min read

মহিলাদের ক্ষমতায়নে একাধিক স্বীকার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেটিই প্রতিফলিত হল কেন্দ্রীয় সরকারের রিপোর্টে। মমতার সরকারের প্রকল্পের সাফল্য মানতে বাধ্য হল মোদী সরকারও। ২০২১-২২ সালে স্বনির্ভর গোষ্ঠী তৈরির নিরিখে দেশে দ্বিতীয় স্থানে বাংলা। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে এই তথ্য সামনে এসেছে। নিঃসন্দেহে এটা রাজ্যের কাছে বড় প্রাপ্তি বলেই মনে করছেন আধিকারিকরা।

ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের (এনআরএলএম) তথ্য বলছে, গত আর্থিক বছরে এ রাজ্যে ৭৮,১৫৪টি স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে। সূত্রের খবর, এই সংখ্যাটি আরও বাড়বে। কারণ, স্বনির্ভর গোষ্ঠী গঠন হওয়ার পর তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা না হলে পোর্টালে তা আপলোড করা যায় না। আর বাংলায় এখনও প্রায় ৬০ হাজার অ্যাকাউন্ট খোলা বাকি। এর ফলে, সরকারিভাবে এক লক্ষের বেশি গোষ্ঠী গঠন হয়ে যাবে।

স্বনির্ভর গোষ্ঠী গঠনের নিরিখে উত্তরপ্রদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাংলা। তারপরেই রয়েছে মহারাষ্ট্র। অন্য কোনও রাজ্য ধারে কাছে নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #self help group

আরো দেখুন