কলকাতা বিভাগে ফিরে যান

কলকাতার দুর্গাপুজোয় থিম KK, কোন উদ্যোক্তা করবে জানেন?

June 6, 2022 | < 1 min read

এবার কলকাতার দুর্গাপুজোর kk, পুজোর মণ্ডপের থিমে কেকে’র শেষ অনুষ্ঠানের দৃশ্য তুলে ধরা হবে। ৫৭তম বর্ষে উল্টোডাঙার কবিরাজ বাগানের সার্বজনীন পুজোর থিমের মধ্যে দিয়েই প্রয়াত গায়কে শ্রদ্ধা জানাবে। শোনা যাচ্ছে, নজরুল মঞ্চের ধাঁচে মণ্ডপ গড়া হবে। 

গত ৩১ মে গুরুদাস কলেজের ফেস্ট উপলক্ষ্যে নজরুল মঞ্চে গাইতে এসেছিলেন কেকে। অনুষ্ঠান শেষে হোটেলে ফিরে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের মতে, কেকের মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগেই দায়ী করা হচ্ছে। অনুরাগীরা কিছুতেই, কেকে-র অকাল প্রয়াণ মেনে নিতে পারেছেন না।

ওইদিন কেকে-র অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছিলেন কলকাতা কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা অমল চক্রবর্তী। যদিও জরুরি কাজ থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তিনি। গায়ককে শ্রদ্ধা জানাতে উল্টোডাঙার কবিরাজ বাগানের পুজোর থিমে কেকে-র শেষ অনুষ্ঠানের দৃশ্য ফুটিয়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

প্রতিবছর অমলবাবুই কবিরাজ বাগানের দুর্গাপুজোর থিম ঠিক করেন। এবারের পুজোয় নজরুল মঞ্চের আদলে তৈরি মণ্ডপে কেকে’র একাধিক মূর্তি থাকবে। সিলিকন তৈরি মূর্তি গড়বেন কুমোরটুলির শিল্পী মন্টি। ইতিমধ্যেই তাঁকে দায়িত্ব দেওয়া হয়ে গিয়েছে। কলকাতায় আসার আগে সেলফি পোস্ট করেছিলেন কেকে, মৃত্যুর পরে রবীন্দ্রসদনে তাঁকে গান স্যালুট দেওয়া হয়েছে; এই সব মুহূর্তই থিমে মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

জীবনের শেষ অনুষ্ঠানে ২০টি গান গেয়েছিলেন কেকে, পুজোর সময় মণ্ডপে সব সময় তা বাজানো হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #durga Pujo, #Krishnakumar Kunnath, #kabiraj bagan

আরো দেখুন