রাজ্য বিভাগে ফিরে যান

হুগলিতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্তের মিছিলে অনুপস্থিত স্থানীয় সাংসদ লকেট, আবার শুরু জল্পনা

June 6, 2022 | < 1 min read

বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় কী তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন? গত কয়েকমাস ধরে এরকমই একটি প্রশ্ন বঙ্গ রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে। সোমবার হুগলির চুঁচুড়ায় বিজেপি’র একটি কর্মসুচিতে লকেটের অনুপস্থিতি এই প্রশ্নকে আরও জোরালো করেছে।

সোমবার হুগলির চুঁচুড়ায় রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলার পাশাপাশি কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের আট বছর পূর্তি নিয়ে মিছিল করে বিজেপি। ওই মিছিলে পা মেলান দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু লক্ষনীয়ভাবে মিছিলে অনুপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়। অথচ মিছিলে যে ব্যানার ব্যবহার করা হয়েছিল তাতে ছবি ছিল লকেটের।

এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার সংবাদমাধ্যমকে বলেন, ‘‘রাজ্য জুড়ে কর্মসূচি চলছে। সকলকে সব জায়গায় উপস্থিত থাকতেই হবে এমন কোনও কথা নেই।’’ এদিনের মিছিলে অনুপস্থিত থাকা প্রসঙ্গে লকেটের বক্তব্য জানা না গেলেও বিজেপি’র তরফে জানা গিয়েছে, লকেট সোমবার দলীয় কর্মসুচিতে যোগ দিতে আসানসোল ও পুরুলিয়ায় গিয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Hoogly, #West Bengal, #bjp, #Locket Chatterjee, #sukanta majumder

আরো দেখুন