ভবানীপুরে হাড় হিম করা হত্যাকাণ্ড, উদ্ধার গুজরাতি দম্পতির মৃতদেহ
ভবানীপুরের হরিশ মুখার্জি রোডের একটি ফ্ল্যাট থেকে সোমবার সন্ধ্যায় উদ্ধার হয় এক গুজরাতি দম্পত্তির মৃতদেহ। তাদের নাম অশোক শাহ এবং রেশমি শাহ। পুলিশ সূত্রে খবর, দম্পতির দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তাঁদের খুন করা হয়েছে।
প্রতিবেশীরা বক্তব্য, এই গুজরাতি দম্পতি শেয়ার বাজারের ব্যবসায় যুক্ত ছিলেন। তাঁদের তিন মেয়ে। এক মেয়ে ওই ফ্ল্যাটেই থাকেন। তিনি সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন দরজা খোলা। এর পর ফ্ল্যাটে ঢুকে বাবা ও মায়ের রক্তাক্ত দেহ দেখতে পেয়ে তিনি প্রতিবেশীদের খবর দেন। ঘরে ঢুকে তিনি আরও দেখেন আলমারি খোলা এবং টিভি চলছে।
খবর প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে ছুটে যায় ভবানীপুর থানার পুলিশ। পৌঁছে যায় কলকাতা পুলিশের হোমিসাইড স্কোয়াডের তদন্তকারী দল এবং অ্যাডিশনাল কমিশনার প্রবীণ ত্রিপাঠী। ঘটনাস্থলে যান কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। রাতে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলও ঘটনাস্থলে পৌঁছন।
সিপি জানান, জানান, ভোঁতা অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া হিয়েছে। হোমিসাইড শাখা এবং স্থানীয় থানা বিষয়টি তদন্ত করছে। ময়নাতদন্তের পর বোঝা যাবে কী ধরনের আঘাত আছে। সূত্রের খবর, পুলিশের ধারণা, ব্যক্তিগত শত্রুতা বা ব্যবসায়িক কারণেই এই খুন করা হয়েছে।
উত্তরবঙ্গ থেকে এই ঘটনার খোঁজ নিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।