‘বুকে বন্দুক ঠেকিয়ে দেখাক’ আলিপুরদুয়ারে বিচ্ছিন্নতাবাদীদের তোপ মমতার
বার বার বাংলাকে ভাগ করার হুঁশিয়ারি দিচ্ছে বিজেপি নেতা থেকে শুরু করে বিচ্ছিন্নবাদীরা। উত্তরবঙ্গ থেকে পশ্চিমাঞ্চল, হুমকি আসছে সব দিক থেকেই। এহেন সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আগে কামতাপুরকে পৃথক রাজ্যে হিসেবে দাবি করে আওয়াজ তোলেন জঙ্গি সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের নেতা জীবন সিংহ। কেএলও জঙ্গিরা মুখ্যমন্ত্রীর উদ্দেশে হুমকি দেয়, কোচ-কামতাপুরে পা রাখলে শেষ করে দেওয়া হবে।
মঙ্গলবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার তৃণমূলে কর্মীদের নিয়ে কর্মিসভা করেন মমতা। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের সভায় আজ এই দাবিকে নস্যাৎ করে মমতা চ্যালেঞ্জ করেন, ”বাংলা ভাগ না করলে আমায় মেরে ফেলবে বলছে, আমার বুকে বন্দুক ঠেকিয়ে দেখাক। আমিও জানি কীভাবে বন্দুকের নল ভোঁতা করতে হয়।” মমতা অভিযোগ করেন বিজেপির ইন্ধনেই কেএলও-র মত বিচ্ছিন্নতাবাদীদের এতো বাড়বাড়ন্ত।
মঙ্গলবার কর্মীসভা থেকে বিজেপিকে তোপ দাগেন মমতা। মমতার বলেন, ‘বিজেপি ভোটের আগে এসে নানা প্রতিশ্রুতি দেয়। কিন্তু ভোট মিটলেই সেসব ভুলে যায়। গ্যাসের দাম বাড়ায়, পেট্রল-ডিজেলের দাম বাড়ায়। চা বাগান খোলার থেকে শুরু করে সার্বিক উন্নয়ন, কোনও প্রতিশ্রুতিই ওরা পূরণ করতে পারেনি।’