রাজ্য বিভাগে ফিরে যান

সরকারি চাকরি পাওয়ার ‘অপরাধে’ স্ত্রীর হাত কেটে দিল স্বামী, চাকরি যাবে না, জানাল মানবিক রাজ্য সরকার

June 7, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: আনন্দবাজার পত্রিকা

সরকারি চাকরি পাওয়ার পর স্ত্রী তাকে ছেড়ে চলে যেতে পারে, এই সন্দেহে তার হাত কেটে নিল স্বামী। এই নৃশংস ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। কোজলসার বাসিন্দা শেখ মহম্মদ শনিবার রাতে তাঁর স্ত্রী রেণু খাতুনের ডান হাত কব্জি থেকে কেটে নেন। সম্প্রতি নার্সের চাকরি পেয়েছিলেন রেণু। আর সেটাই সহ্য হল না তার স্বামীর। ইতিমধ্যেই এই নিয়ে কেতুগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রেণুর পরিবার। 

রেণুর দীর্ঘদিনের স্বপ্ন ছিল নার্স হওয়ার। সম্প্রতি তিনি নার্সের চাকরিও পান। এরপরই শেখ মহম্মদের কিছু বন্ধু তাকে বলেন, সরকারি চাকরি পেয়ে রেণুর তাকে ছেড়ে দিতে পারেন। তারপরই মহম্মদ পরিকল্পনা করেন রেণুর হাত কেটে নেওয়ার। শনিবার রাতে রেণু যখন ঘুমাচ্ছিলেন, তখন মুখে বালিশ চাপা দিয়ে তাঁর ডান হাত কব্জি থেকে কেটে ফেলেন তিনি। এর পর রেণুকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও মহম্মদ রেণুর ডান হাতের কাটা অংশটি লুকিয়ে রাখেন বলে অভিযোগ।

স্বভাবতই, প্রশ্ন উঠছে, তবে কি নার্সের চাকরির স্বপ্ন অধরা থেকে যাবে রেণুর? নবান্ন সূত্রে খবর, হাত বাদ গেলেও রেণুকে চাকরি দেবে স্বাস্থ্য দপ্তর। সঙ্গে নজর রাখা হবে তাঁর স্বাস্থ্যের দিকেও।

TwitterFacebookWhatsAppEmailShare

#Chopp off, #West Bengal, #ketugram, #nurse, #Renu khatun, #Sheikh Mohammed

আরো দেখুন