রাজ্য বিভাগে ফিরে যান

স্ত্রীর কব্জি কেটে পলাতক, অবশেষে ধরা পড়লেন স্বামী

June 8, 2022 | < 1 min read

সরকারি চাকরি পাওয়া স্ত্রীর ডান হাতের কব্জি কেটে পলাতক স্বামী অবশেষে ধরা পড়লেন। পূর্ব বর্ধমান থেকে গ্রেপ্তার হলেন মূল শের মহম্মদ। মঙ্গলবার তাঁকে পূর্ব বর্ধমান-মুর্শিদাবাদ সীমানা থেকে গ্রেপ্তার করেছে কেতুগ্রাম থানার পুলিশ। এদিন বিকেলে পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলার সীমানায় হলদি গ্রামের কাছ থেকে শের মহম্মদকে গ্রেপ্তার করা হয়।

সরকারি চাকরি পাওয়ার পর স্ত্রী তাকে ছেড়ে চলে যেতে পারে, এই সন্দেহে তার হাত কেটে নেন স্বামী। শেখ মহম্মদ শনিবার রাতে তাঁর স্ত্রী রেণু খাতুনের ডান হাত কব্জি থেকে কেটে নেন। সম্প্রতি নার্সের চাকরি পেয়েছিলেন রেণু। আর সেটাই সহ্য হয়নি তার স্বামীর।

রেণুর দীর্ঘদিনের স্বপ্ন ছিল নার্স হওয়ার। সম্প্রতি তিনি নার্সের চাকরিও পান। এরপরই শেখ মহম্মদ পরিকল্পনা করেন রেণুর হাত কেটে নেওয়ার। শনিবার রাতে রেণু যখন ঘুমাচ্ছিলেন, তখন মুখে বালিশ চাপা দিয়ে তাঁর ডান হাত কব্জি থেকে কেটে ফেলেন তিনি। এর পর রেণুকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলেও মহম্মদ রেণুর ডান হাতের কাটা অংশটি লুকিয়ে রাখেন বলে অভিযোগ।

TwitterFacebookWhatsAppEmailShare

#ketugram, #nurse, #Husband

আরো দেখুন