দেশ বিভাগে ফিরে যান

ভারতীয় অর্থনীতি সঙ্কটে, বৃদ্ধির পূর্বাভাস আরও কমালো বিশ্ব ব্যাঙ্ক

June 8, 2022 | < 1 min read

মঙ্গলবার ‘বিশ্ব অর্থনীতির সম্ভাবনা’ (গ্লোবাল ইকনমিক প্রসপেক্টস) সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেছে বিশ্ব ব্যাঙ্ক। সেই রিপোর্টের পূর্বাভাস, চলতি ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৭.৫ শতাংশ দাঁড়াতে পারে।

প্রসঙ্গত, গত অর্থবর্ষের (২০২১-২২) বিশ্ব ব্যাঙ্ক জানিয়েছিল, ২০২২-২৩ অর্থবর্ষে ভারতে আর্থিক বৃদ্ধির হার ৮.৭ শতাংশ হতে পারে। গত এপ্রিলে বিশ্ব ব্যাঙ্কের সংশোধিত রিপোর্টে ভারতে ৮ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল ছিল। মঙ্গলবারের রিপোর্টে তা আরও ০.৫ শতাংশ কমানো হয়েছে।

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে আর্থিক মূল্যায়ন সংস্থা ‘এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস’ জানিয়েছিল, ২০২২-২৩ অর্থবর্ষে ভারতে আর্থিক বৃদ্ধির হার ৭.৩ শতাংশ হতে পারে। কার্যত সেই পূর্বাভাসের সঙ্গে মিলে গিয়েছে মঙ্গলবার বিশ্ব ব্যাঙ্ক প্রকাশিত ‘গ্লোবাল ইকনমিক প্রসপেক্টস’ রিপোর্ট।

প্রসঙ্গত, ভারতে খুচরো বাজারের মূল্যবৃদ্ধির হার বেড়ে দাঁড়িয়েছে আট বছরের সর্বাধিক। পাইকারি মূল্যবৃদ্ধিও শিখরে পৌঁছেছে। এই অবস্থায় নাজেহাল সাধারণ মানুষ। আশা দেখছেন না বিশেষজ্ঞরাও। বলাই বাহুল্য, মোদী জমানায় ভারতের অর্থনীতি সঙ্কটের মুখে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Indian Economy, #world bank

আরো দেখুন