← উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান
ফের বাংলা ভাগের ডাক বিজেপির, এবার পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবি জানালেন জয়ন্ত রায়
ফের বাংলা ভাগের ডাক দিলেন বিজেপির এক নির্বাচিত জনপ্রতিনিধি। আজ জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্ত রায় বলেন, যদি রাজ্য করতেই হয় তাহলে পৃথক উত্তরবঙ্গ রাজ্য করা হোক। সাংসদের দাবি, উত্তরবঙ্গে কামতাপুরি ছাড়াও বাঙালি, রাজবংশি, গোর্খা, আদিবাসী সহ বহু জনজাতি বাস করেন। তাই পৃথক রাজ্য হলে শুধু কামতাপুরি রাজ্য নয়, উত্তরবঙ্গ রাজ্য করাই ভালো বলে দাবি জয়ন্তবাবুর।
উল্লেখ্য, কিছুদিন আগেই ভিডিও বার্তার মাধ্যমে সাংসদ ডাঃ জয়ন্ত রায়ের প্রশংসা করেছিলেন কেএলও প্রধান জীবন সিংহ। এর আগে বিজেপি সাংসদ জন বারলা এবং বিধায়ক আনন্দময় বর্মনও আলাদা রাজ্যের দাবি জানিয়েছেন। এদিন সাংসদ জয়ন্ত রায় বলেন, তৃণমূল সরকার বিভেদ তৈরি করছে।
প্রশ্ন উঠছে, সাংসদ নিজেই তো বাংলার বিভাজনের কথা বলছেন। সেটা কি বিভেদ নয়?