দেশ বিভাগে ফিরে যান

গত ২৪ ঘন্টায় দেশের করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়াল, বাড়ছে উদ্বেগ

June 8, 2022 | < 1 min read

বেড়েই চলেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ, ছবি সৌঃ PTI

বেড়েই চলেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে মহারাষ্ট্রে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টাতেই সে রাজ্যে ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে সংক্রমণ। চতুর্থ ঢেউ আছড়ে পড়ার আতঙ্কে দেশবাসী।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫,২৩৩ জন। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই একদিনে আক্রান্ত হয়েছেন ১,৮৮১ জন। বেড়েছে হাসপাতালে ভর্তির হারও।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় করোনার কারণে প্রাণ হারিয়েছেন ৭ জন। দেশে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৭১৫। গত ২৪ ঘণ্টায় লাফিয়ে বেড়েছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। দেশজুড়ে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৮৫৭।

স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৪ কোটি ৪৩ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৪ লক্ষের বেশি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Covid Update, #Covid India, #covid19, #India Fight with Corona

আরো দেখুন