দেশ বিভাগে ফিরে যান

আবার রেপো রেট বাড়াল RBI, বাড়তে চলেছে EMI এর বোঝা

June 8, 2022 | < 1 min read

আবার বাড়ল রেপো রেট। ৪.৪ শতাংশ থেকে বাড়িয়ে ৪.৯ শতাংশ করা হল এই রেট। এই নিয়ে পরপর দু মাস রেপো রেট বাড়াল RBI। বুধবার RBI গভর্নর শক্তিকান্ত দাশ ঘোষণা করেন, ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধি করা হল। RBI এর মনিটারি পলিসির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মে মাসেও repo rate বৃদ্ধি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। টানা দুমাস এই বৃদ্ধির ফলে এবার বোঝা বাড়বে সাধারণ মানুষের। বিভিন্ন ব্যাঙ্কের EMI এর ফলে বৃদ্ধি পাবে। এর ফলে আর্থিক বোঝা বাড়বে সাধারণ মানুষের।

প্রিয় পাঠক। এই খবরটি সবেমাত্র প্রকাশিত হয়েছে। এখনও বিস্তারিত তথ্য আমাদের হাতে এসে পৌঁছায়নি। এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। নতুন তথ্য পেলেই আমরা প্রতিবেদনটি আপডেট করব।

TwitterFacebookWhatsAppEmailShare

#RBI, #EMI, #Repo Rate

আরো দেখুন