জীবনশৈলী বিভাগে ফিরে যান

মহিলা সঙ্গীর যৌনতার প্রতি অনীহা? কীভাবে তাকে স্বাভাবিকতায় ফেরাতে সাহায্য করবেন?

June 8, 2022 | 3 min read

পফিমেল সেক্সুয়াল এ্যরুসাল ডিজওর্ডার, প্রতীকী সৌজন্যেঃ Shutterstock

মহিলাদের যৌন সম্পর্কের লিপ্ত না হওয়ার ইচ্ছে যাকে ডাক্তারি ভাষায় ‘ফিমেল সেক্সুয়াল এ্যরুসাল ডিজওর্ডার’ বলা হয়, একটি গুরুতর সমস্যা। এই সমস্যা অধিকাংশ মহিলাদের ক্ষেত্রে ক্ষণস্থায়ী। বেশিরভাগ মহিলাই নিজের চেষ্টায় এই সমস্যা কাটিয়ে ওঠেন। তবে ডাক্তারের পরামর্শ নেয়ার প্রয়োজন পড়তে পারে অনেকেরই।

মানসিক বা শারীরিক, এই দুই কারণেই যৌনতার প্রতি অনীহা চলে আসতে পারে মহিলাদের, ছবি সৌজন্যে: টাইমস অব ইন্ডিয়া

মহিলাদের যৌনতার প্রতি অনীহার হয় কী কারণে? মানসিক বা শারীরিক, এই দুই কারণেই যৌনতার প্রতি অনীহা চলে আসতে পারে মহিলাদের

শারীরিক কারণগুলির মধ্যে রক্ত স্বল্পতা অন্যতম কারণ। ঋতুচক্রকালীন রক্তে আয়রনের পরিমাণ হ্রাস পায়, যা থেকে যৌনতার প্রতি অনীহা চলে আসতেই পারে।

মদ্যপানে আসক্তি এবং মধুমেহ জাতীয় রোগ যৌনতার প্রতি অনীহার কারণ হয়ে উঠতে পারে, ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত

মদ্যপানে আসক্তি এবং মধুমেহ জাতীয় রোগ যৌনতার প্রতি অনীহার কারণ হয়ে উঠতে পারে। সন্তান প্রসবের পর বেশ কিছু সময় মহিলাদের নারীর যৌন আকঙ্খা অনেকটাই কমে যায় বলে দাবি করা হয়।

ওষুধের পাশ্বপ্রতিক্রিয়া মহিলাদের যৌনতার ইচ্ছেকে দাবিয়ে দিতে পারে


ওষুধের পাশ্বপ্রতিক্রিয়া মহিলাদের যৌনতার ইচ্ছেকে দাবিয়ে দিতে পারে, এটা মনে করেন অনেকেই।

মনকে মাপা নিয়ে এখনো অনেক গবেষণা চলছে। মানসিক নানান কারণে কমাতে পারে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার ইচ্ছে।

অবসাদ কিংবা বিষণ্ণতা মহিলাদের বিছানায় আনন্দে মাতার ইচ্ছেকে কমিয়ে দেয় ছবি সৌজন্যে: health.clevelandclinic.org


অবসাদ কিংবা বিষণ্ণতা মহিলাদের বিছানায় আনন্দে মাতার ইচ্ছেকে কমিয়ে দেয়, এটা অনেক সমীক্ষাতেই উঠে এসেছে।

মহিলারা যখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকেন, তখন যৌন আকাঙ্খা কমে যায়, ছবি সৌজন্যে: gottman

মহিলারা যখন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকেন, তখন যৌন আকাঙ্খা উদ্রেককারী এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরোন হরমোন সৃষ্টি কমে যায় তাদের শরীরে।

সঙ্গীর সঙ্গে মানসিক বিবাদ বা আগের যন্ত্রণাদায়ক শারীরিক সম্পর্কের স্মৃতি, ছবি সৌজন্যেঃ Shutterstock

সঙ্গীর সঙ্গে মানসিক বিবাদ বা আগের যন্ত্রণাদায়ক শারীরিক সম্পর্কের স্মৃতি কমাতে পারে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার ইচ্ছে।

সোজা পথে কী করে ফিরবেন?

সবার আগে নিজেকে নিজের সমস্যা বুঝতে হবে, সঙ্গীর সঙ্গে কথা বলতে হবে, জানাতে হবে সুবিধা-অসুবিধা। আপনার সঙ্গী যদি আপনার পাশে থাকেন, তাহলে দুজনে মিলে এই সব সমস্যা দূর করে স্বাভাবিকতায় ফেরাটা অনেক সহজ। কিন্তু তাতেও কাজ না হলে ডাক্তারের শরণাপন্ন হওয়াটা আবশ্যিক।

TwitterFacebookWhatsAppEmailShare

#sex, #sex partners, #lifepartner

আরো দেখুন