রাজ্য বিভাগে ফিরে যান

মাথা নোয়াবেন না রেণু, হাত হারিয়েও লড়ে যাওয়ার অদম্য জেদ

June 8, 2022 | < 1 min read

একসময় ভালবেসে বিয়ে করেছিলেন রেণু খাতুন। কিন্তু মাত্র তিনদিন আগে কব্জি কেটে দিয়েছেন তাঁর স্বামী। কর্মক্ষেত্রের মূল সম্বল ডান হাতটা খোয়া গিয়েছে সারাজীবনের মতো। অথচ, জীবন যুদ্ধে হার না মানা মনোবলে হাসপাতালের বেডে বসে সাদা কাগজে বাঁ হাতেই লিখলেন, ‘আই প্রাউড মাইসেল্ফ, বিকজ আই অ্যাম নার্স।’ আবার ফুলও এঁকেছেন।

মঙ্গলবার থেকে দুর্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন রেণু। হাসপাতালে গিয়ে রেণুর সঙ্গে সাক্ষাত করেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়। তাঁকে পাশে পেয়ে রেণুর আর্জি, ‘দেখবেন আমার চাকরিটা যেন হয়।’ ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যোগাযোগ করে রেণুর পরিবারকে আশ্বস্ত করা হয় যে, বাঁ হাতে লিখেই চাকরি করতে পারবেন রেণু।

সম্প্রতি নার্সিংয়ের সরকারি চাকরির প্যানেলে নাম উঠেছিল রেণু খাতুনের। স্ত্রী হাতছাড়া হয়ে যাবেন, এই আশঙ্কা থেকে ঘুমের মধ্যে রেণুর হাতের কব্জি কেটে নেয় তাঁর স্বামী।

প্রসঙ্গত, মঙ্গলবার শেখ মহম্মদ ওরফে সরিফুল এবং তাঁর মা-বাবা অর্থাৎ রেণুর শ্বশুর শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#ketugram, #Durgapur, #Renu khatun

আরো দেখুন