ইতিহাস গড়ল বাংলার রঞ্জি দল, ৫০ হাঁকাল ন’জন খেলোয়াড়
ইতিহাস গড়ল বাংলা দল। বুধবার রঞ্জি কোয়ার্টার-ফাইনালে প্রথম ন’জন ব্যাটসম্যানই অর্ধশতরানের গণ্ডি পার করলেন। তৈরি হল নতুন বিশ্বরেকর্ড। এই ম্যাচে বাংলার প্রতিদ্বন্দ্বী ঝাড়খণ্ড। প্রথম ইনিংসে ৭ উইকেটে ৭৭৩ রান তুলে ডিক্লেয়ার করেছে বাংলা। জবাবে তৃতীয় দিনের শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৩৯ রান তুলেছে ঝাড়খণ্ড। এখনও ৬৩৪ রানে পিছিয়ে তারা। ম্যাচে বাকি আরও দু’দিনের খেলা।
টস হেরে বাংলার হয়ে ব্যাট করতে নামেন অভিষেক রমন (৬১) ও অভিমন্যু ঈশ্বরণ (৬৫)। তবে তিনে নামা সুদীপ কুমার ঘরামির ১৮৬ রানের ইনিংসই বাংলার বল হয়ে দাঁড়ায়। সেঞ্চুরি করেন অনুষ্টুপ মজুমদারও (১১৭)। অভিষেক পোড়েল করেন ৬৮। দ্বিতীয় দিনের শেষে বাংলার স্কোর ছিল ৫ উইকেটে ৫৭৭।
বুধবার আরও আগ্রাসী মেজাজে ব্যাট করে বঙ্গ ব্রিগেড। মনোজ তেওয়ারি ৭৩ রান করে আউট হন। আক্রমণাত্মক শাহবাজ আহমেদ ১২৪ বলে ৭৮ রান করেন। আট নম্বরে নেমে হাফ-সেঞ্চুরি সায়নশেখর মণ্ডলেরও (অপরাজিত ৫৩)। পেসার আকাশদীপও ব্যাট করতে নেমে রীতিমত ঝড় তোলেন রানের। ১৮ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন তিনি। পৌনে আটশো তুলে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে বাংলা।