রাজ্য বিভাগে ফিরে যান

বিজেপির গোষ্ঠীকোন্দল চরমে, হুগলীর পার্টি অফিসে ঢুকতেই পারলেন না নাড্ডা

June 9, 2022 | < 1 min read

এ যেন গোয়াল ঘরে গুঁতোগুঁতি। সত্যিই তাই। রাজ্য বিজেপির (Bengal BJP) গোষ্ঠীকোন্দল পৌঁছেছে চরমে। অন্তর্কলহে জর্জরিত গেরুয়া শিবির। পরিস্থিতি এতটাই খারাপ যে হুগলী জেলার দলীয় কার্যালয়ে ঢুকতেই পারলেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J P Nadda)।

বুধবার নাড্ডার কনভয় যখন কার্যালয়ের সামনে পৌঁছয় তখন সেখানে দরজায় তালা ঝুলতে দেখা যায়। পড়ে যায় হুলুস্থুলু। অনেক খোঁজাখুঁজি করেও সেই চাবি কোথায় খুঁজে পান না কেউই। নেতাদের মধ্যে শুরু হয়ে যায় দোষারোপ।

এদিন নাড্ডা পৌঁছনোর আগেই বিশৃঙ্খলা সৃষ্টি হয় হুগলীতে। একসময় তো সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে রীতিমত ধমকাতে দেখা যায় স্থানীয় এক বিজেপি নেতাকে। দলের ফেস্টুন সরানো নিয়ে গোলমাল, হাতাহাতি লেগে যায় দুই গোষ্ঠীর মধ্যে।

রাজনৈতিক মহলের ধারণা, পশ্চিমবঙ্গে যে বিজেপির সংগঠন ভেঙে পড়েছে, তারই এক খণ্ডচিত্র ধরা পড়ল নাড্ডার সামনে। একুশের বিপর্যয়ের পর চব্বিশে ঘুরে দাঁড়ানো যে গেরুয়া শিবিরের জন্য খুব কঠিন, তা আবারও প্রমাণিত হল।

TwitterFacebookWhatsAppEmailShare

#JP Nadda, #BJP Bengal, #bjp vs bjp, #bjp

আরো দেখুন