অবশেষে নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর দিল্লি পুলিশের!
নবিকে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বেফাঁস মন্তব্য নিয়ে মহা বিপাকে কেন্দ্র। একের পর এক দেশ বেজেপি নেত্রীর বক্তব্য নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছে। কুয়েত, কাতার, ইরান, ইন্দোনেশিয়া, সৌদি আরব, বাহরিন, আরব আমিরশাহী, মলদ্বীপ, জর্ডন, এমনকি আফগানিস্তান এবং পাকিস্তানের মত দেশের পক্ষ থেকেও নূপুর শর্মার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বিভিন্ন দেশে ভারতীয় রাষ্ট্রদূতদের ডেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
নূপুরের বক্তব্য নিয়ে দেশের অভ্যন্তরে বিতর্ক সৃষ্টি হওয়ার পরও নিরুত্তাপ ছিল মোদী সরকার। এর জেরে কানপুরে সাম্প্রদায়িক হিংসার ঘটনার পরও সেরকম ভাবে আমল দেয়নি কেন্দ্রের বিজেপি সরকার। কিন্তু আন্তর্জাতিক মহল থেকে কড়া প্রতিক্রিয়া আসতে শুরু করায় এবং আরব দুনিয়া ভারতীয় পণ্য বয়কটের পথে যাওয়ায় তড়িঘড়ি নুপূরকে সাসপেন্ড করে বিজেপি।
আর আন্তর্জাতিক মহলে ভারতের ওপর চাপ বাড়তেই অবশেষে নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর করল দিল্লি পুলিশ। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। নূপুরের পাশাপাশি নবীন জিন্দল সহ আরও বেশ কয়েকজনের বিরুদ্ধেও আলাদা করে মামলা দায়ের করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ তোলা হয়েছে এঁদের বিরুদ্ধে।