খেলা বিভাগে ফিরে যান

ত্রাতা সেই সুনীল, এশিয়া কাপের কোয়ালিফায়ারে কম্বোডিয়াকে হারাল ভারত

June 9, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: todaynewsz

এএফসি কাপের কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে কম্বোডিয়াকে হারাল ভারত। আর তাঁর পুরো কৃতিত্ব ছিল সুনীল ছেত্রীর। ঝিমিয়ে পড়া দলকে ঝাকিয়ে তুলে গোল করেন তিনিই। ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়ে সুনীল প্রমাণ করলেন, তিনি বিকল্পহীন। আগামী শনিবার আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত।

কম্বোডিয়ার বিরুদ্ধে ভারতের জিততে খুব বেশি সমস্যা হওয়ার কথা ছিল না। শুরুতেই ১২ মিনিটের মাথায় ভারতীয় দলকে গোল উপহার দেন সুনীল। এরপর কিছুটা গুটিয়ে যায় ভারতের আক্রমণাত্মক মনোভাব। সুর চরায় কম্বোডিয়াও। প্রথমার্ধের স্তিমিত পারফরম্যান্সের পর সুনীল ঝাঁকিয়ে তোলেন দলকে। ৫৯ মিনিটে আবার গোল করেন ভারত অধিনায়ক।

উল্লেখ্য, এদিন ৬৭ মিনিটের মাথায় সুনীলকে তুলে নেন কোচ স্টিমাচ। এতে কিছুটা ক্ষুব্ধ হয়েছেন ছেত্রী। কিছুদিন আগে দলের ফুটবলারদের নিয়ে করা কোচের মন্তব্য সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছিলেন সুনীল। এরপর দুজনের মধ্যে বেড়েছে দূরত্ব। তাই কি এদিন মাঠ ছাড়ার সময় কোচের সঙ্গে হাত মেলাননি সুনীল? জল্পনা ময়দানে।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Football, #Sunil Chhetri, #asia cup, #Cambodia

আরো দেখুন