দেশ বিভাগে ফিরে যান

চতুর্থ ঢেউ আসন্ন? দেশে একদিনে কোভিড আক্রান্ত ৭ হাজারের বেশি

June 9, 2022 | < 1 min read

করোনার চতুর্থ ঢেউ তবে কি আছড়ে পড়ল ভারতে? সাধারণ মানুষ থেকে বিশেষজ্ঞ – সকলের মনেই এখন এই আশঙ্কা দেখা দিয়েছে। ক্রমবর্ধমান দেশের করোনা গ্রাফ। গত কয়েকদিনে রীতিমত লাফিয়ে বাড়ছে সংক্রমণ। যা নিয়ে উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার দেশের দৈনিক আক্রান্ত প্রায় ১০০ দিন পর ৫ হাজারের গণ্ডি ছড়িয়েছিল। বৃহস্পতিবার সেটা পেরিয়ে গেল সাত হাজার। একই সঙ্গে বাড়ছে অ্যাকটিভ কেস।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭ হাজার ২৪০ জন। যা আগের দিনের থেকে প্রায় ৪০ শতাংশ বেশি। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ৩২ হাজার ৪৯৮ জন। যা গতকালের থেকে সাড়ে ৩ হাজার বেশি।

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৮ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৭২৩ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৭১ শতাংশ। এখনও পর্যন্ত দেশে ১৯৪ কোটি ৫৯ লক্ষের বেশি ডোজ করোনার টিকা (Corona Vaccine) দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৫ লক্ষের বেশি মানুষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#India Fights Corona, #Corona Virus, #Corona, #covid 19

আরো দেখুন