অধরা বিশ্বরেকর্ড, দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে পরাজয় ভারতের
দিল্লিতে দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ শেষ হাসি হাসলো বাভুমারাই। ভারতকে ৭ উইকেটে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা।
ম্যাচ জিততে দক্ষিণ আফ্রিকাকে করতে হত ২০ ওভারে ২১২ রান। এই অবস্থায় ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকা করে ১৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১২ রান তুলে ফেলে। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৪৬ বলে অপরাজিত ৭৫ রান করেন রসি ভ্যান দার দুসেন। ৩১ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন ডেভিড মিলার।
আজ টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে নামায় দক্ষিণ আফ্রিকা। ৪৮ বলে ৭৬ রান করে ভারতকে ভালো জায়গায় যেতে সহায় করেন ঈশান কৃষাণ। শ্রেয়াস আইয়ার করেন ৩৬ রান। ঋতুরাজ গায়েকবার করেন ২৩ রান। শেষের দিকে হার্দিক পান্ডিয়ার অপরাজিত ৩১ রান ভারতকে ২০০ ওপর তুলতে সাহায্য করে। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১১ রান তুলে ফেলে ভারত।
আজ দক্ষিণ আফ্রিকার কাছে হেরে টানা সব থেকে বেশি টি টোয়েন্টি ম্যাচ জেতার বিশ্বরেকর্ড করা হলনা টিম ইন্ডিয়ার।