ত্রিপুরার উপনির্বাচনের প্রচারে চমক তৃণমূলের, প্রকাশিত হল ‘ত্রিপুরা ফাইলস’
ত্রিপুরার বিধানসভা উপনির্বাচনে প্রচারে কোনও খামতি রাখছে না তৃণমূল কংগ্রেস। ডিজিটাল মাধ্যমে প্রচারেও জোর দিচ্ছে দল। এবার ‘ত্রিপুরা ফাইলস’ রিলিজ করল তৃণমূল।
তৃণমূল নেতৃত্বের দাবি, স্বাধীনতা আন্দোলনের পর থেকে ত্রিপুরার জনগণের দুর্ভোগকে তুলে ধরতে ‘ত্রিপুরা ফাইলস’ নামে এই ডিজিটাল প্রচার শুরু হল। ইতিমধ্যেই প্রথম পর্ব প্রকাশিত হয়েছে। এই সিরিজে স্থানীয়দের সমস্যাগুলি উত্থাপন করা হবে। দলের সাফ কথা, এটি নির্বাচনী প্রচার নয়, রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াইয়ের উদ্যোগ।
দলের এক প্রথম সারির নেতা বলেন, তৃণমূলই একমাত্র দল যারা বিজেপিকে পরাজিত করতে সক্ষম এবং আমরা তা দেখেছি ২০২১ সালের বাংলা নির্বাচনে। কংগ্রেস এবং বামফ্রন্ট ২০২১ সালে বাংলায় বিজেপিকে শক্তিশালী করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন যে তিনি ৩৪ বছরের সিপিআই(এম)-এর অপশাসনের বিরুদ্ধে লড়তে পারেন এবং বিজেপিকেও আটকাতে পারেন।