রাজ্য বিভাগে ফিরে যান

বিশ্বের সেরা ১০ স্কুলের তালিকায় হাওড়ার প্রতিষ্ঠান, উচ্ছ্বসিত মমতা

June 10, 2022 | < 1 min read

বাংলার মুকুটে নয়া পালক। শিক্ষক্ষেত্রে অনন্য নজির গড়ল রাজ্যের একটি স্কুল। বিশ্বের সেরা ১০টি বিদ্যালয়ের তালিকায় চলে এল বাংলার একটি স্কুল। ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে এমন বিদ্যালয়গুলোর তালিকা তৈরি করা হচ্ছিল। এই মর্মে গোটা বিশ্ব থেকে ১০টি স্কুলকে নির্বাচিত করা হয়েছে।

সেই সেরা ১০-এর তালিকায় স্থান পেয়েছে হাওড়ার সামারিটান মিশন স্কুল। বাংলার এই প্রাপ্তির সামনে আসতেই, উচ্ছ্বসিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার একটি টুইটও করেন মুখ্যমন্ত্রী।

​​টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ”আমি খুব খুশি। আমাদের হাওড়ার সামারিটান মিশন স্কুল বিশ্বের সেরা ১০ এমন স্কুলের তালিকায় রয়েছে যারা অপরকে অনুপ্রেরণা জোগায়।”

তিনি আরও লেখেন, ”ব্রিটিশ সমীক্ষা সংগঠন T4 এডুকেশন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিছু সংস্থার যৌথ উদ্যোগে এই তালিকা তৈরি হয়েছে। সমস্ত প্রতিকূলতা পেরিয়ে এই তালিকায় স্থান করে নিয়েছে হাওড়ার এই বিদ্যালয়। স্কুল কর্তৃপক্ষকে কুর্নিশ এবং সকলকে অভিনন্দন।”

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #Samaritan Mission School

আরো দেখুন