দেশ বিভাগে ফিরে যান

রাজ্যসভা নির্বাচনে একাধিক রাজ্যে ক্রস ভোটিং, বদলে যাবে সব হিসেব?

June 10, 2022 | 2 min read

রাজস্থানের ৪টি আসনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, ছবি সৌঃ aajtak

রাজ্যসভার নির্বাচনে বিভিন্ন রাজ্যে ক্রস ভোটে অনেক হিসেব-নিকেশই বদলে যাচ্ছে! একাধিক রাজ্যে বিরোধী দলের বিধায়করা কংগ্রেসের পক্ষে ক্রস ভোট করত। এর ফলে রাজস্থানে চাপে পড়ে গিয়েছে বিজেপি। কর্ণাটকে কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছেন দুই জেডিএস বিধায়ক। পাশাপাশি, হরিয়ানা নিয়ে চিন্তায় বিজেপি। ইতিমধ্যেই সেখানকার ভোট বাতিলের দাবি জানিয়েছে গেরুয়া শিবির।

রাজস্থানের ৪টি আসনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রাজস্থানের বিধানসভার অঙ্ক অনুযায়ী দু’টি আসনে কংগ্রেসের জয় নিশ্চিত। আর একটি আসনে জয় নিশ্চিত বিজেপি’র। এখানে লড়াই মূলত চতুর্থ আসনের জন্য। কংগ্রেসের তৃতীয় প্রার্থী এবং নির্দল প্রার্থী সুভাষ চন্দ্রের মাধ্যমে। রাজস্থানের বিধানসভার অঙ্ক অনুযায়ী, একজন প্রার্থীকে জেতাতে ৪১ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। রাজ্যে কংগ্রেসর বিধায়ক সংখ্যা ১০৮। নির্দল ১৩ জন সিপিএম-এর দু’জন এবং একজন আরএলডি বিধায়ক তাদের পক্ষে ভোট দিয়েছে বলে কংগ্রেস শিবিরের দাবি। ভারতীয় ট্রাইবাল পার্টির দুই বিধায়কও তাদের সমর্থন করেছে বলে কংগ্রেসর দাবি। এদিকে বিজেপি’র চাপ বেড়ে গিয়েছে তাদেরই ক্রস ভোট করায়। ক্রস ভোটের বিষয়টি প্রকাশ্যে আসতেই ওই দুটি ভোট বাতিলের দাবি জানিয়েছে বিজেপি। সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে, হার একপ্রকার নিশ্চিত ধরে নিয়ে দলের ওই দুই বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজস্থানের বিজেপি সভাপতি।

এদিকে হরিয়ানা নিয়ে খুব দুশ্চিন্তায় রয়েছে কংগ্রেস। সে রাজ্যের দুটি আসনে ভোট হচ্ছে। কংগ্রেস এবং বিজেপি’র একটি একটি করে আসন জেতার কথা। কিন্তু বিজেপি আবার নির্দল প্রার্থী কার্তিকেয় শর্মাকে সমর্থন করেছে। হরিয়ানায় জয়ের জন্য ৩০ জন বিধায়ক দরকার। বিজেপি’র বিধায়ক সংখ্যা ৪০। আর কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৩১। সেক্ষেত্রে বিজেপি’র প্রথম প্রার্থীর জয় নিশ্চিত। দ্বিতীয় আসনে লড়াই কংগ্রেসের অজয় মাকেন এবং বিজেপি সমর্থিত কার্তিকেয় শর্মার মধ্যে। যদি সব বিধায়ক ভোট দেন তাহলে মাকেনের জয় নিশ্চিত। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত কংগ্রেসের দুই বিধায়ক ক্রস ভোট করেছেন। পদ্ধতিগত ভুলের জন্য কংগ্রেসের আরও দুই বিধায়কের ভোট বাতিলের দাবি জানিয়েছে বিজেপি।

কর্ণাটকেও ক্রস ভোটিং হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। সেখানে আবার কংগ্রেসকে ভোট দিয়েছেন দুই জেডিএস বিধায়ক। ফলে কর্ণাটকের চতুর্থ আসনটির লড়াইও জমে উঠেছে। দুই জেডিএস বিধায়ক ক্রস ভোট করায় তাঁরা এখন কার্যত লড়াইয়ের বাইরে। লড়াইয়ে রয়েছে কংগ্রেসের দ্বিতীয় প্রার্থী এবং বিজেপির তৃতীয় প্রার্থী। কংগ্রেসের এক এবং বিজেপি’র দুটি আসনে জয় নিশ্চিত। হিসেব বলছে, কংগ্রেস এবং জেডিএসের ক্রস ভোটিংয়ের জেরে কর্ণাটকের চতুর্থ আসনে অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে বিজেপি। মহারাষ্ট্রে অবশ্য এখনও ক্রস ভোটিংয়ের খবর পাওয়া যায়নি। উল্লেখযোগ্য, এই প্রথমবার শিব সেনা জোটকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে আসাদুদ্দিন ওয়েইসি’র এআইএমআইএম। সে রাজ্যের ৬ আসনের মধ্যে শাসক জোটের ৩ এবং বিজেপি’র দুই প্রার্থীর জয় নিশ্চিত।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rajya Sabha, #Rajya Sabha Election, #Cross voting

আরো দেখুন