মাস্ক ছাড়া কলকাতা বিমানবন্দরে ঢুকলেই দিতে হবে জরিমানা
দেশের করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় বিশেষ সতর্কতা অবলম্বন করল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।
সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী মার্চের পর থেকে এই প্রথম দেশে দৈনিক সংক্রমণের হার সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৫৮৪ জন। গত তিন মাসের হিসাবে যা সর্বাধিক।
ফলে এই পরিস্থিতিতে কলকাতা বিমানবন্দরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, মাস্ক ছাড়া বিমানবন্দরে প্রবেশ করলেই জরিমানা করা হবে। পাশাপাশি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যদি কেউ মাস্ক পরার নিয়ম না মানতে চান, তাহলে তাঁদের বিমান ছাড়ার আগে বিমান থেকে নামিয়ে দেওয়া হবে।
কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে একটি নজরদারি টিম তৈরি রাখা হয়েছে। কোনও যাত্রীকে মাস্ক ছাড়া ঘোরাঘুরি করতে দেখলেই ১০০ টাকা স্পট ফাইন করা হচ্ছে। শুক্রবার থেকে এই নিয়ম কার্যকর করা হয়েছে। কয়েকদিন আগেই দিলি হাই কোর্টের তরফে করোনা বিধি কোনও যাত্রী অমান্য করলে তার নাম নো ফ্লাইং তালিকায় রাখার কথা বলা হয়েছিল। দিল্লি হাই কোর্টের সেই নির্দেশ মতো কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিজিসিএ। কেবলমাত্র যাত্রীদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য নয়, এই নিয়ম চালক ও ক্রুদের জন্যও প্রযোজ্য হবে।