এবার থেকে ‘বিনামূল্য’ লিখে দিলে কোনও শর্ত দেওয়া চলবে না পণ্য কেনার সময়
একবার ‘ফ্রি’ লিখে দিলে সেই পণ্য কেনার জন্য কোনওরকম শর্ত দেওয়া চলবে না। এমনটাই নিয়ম হতে চলেছে জনিয়েছেন উপভোক্তা বিষয়ক মন্ত্রকের সচিব রোহিত সিং। এছাড়াও মিথ্যা বা বিভ্রান্তিকর বিজ্ঞাপনের দিন শেষ হতে চলেছে, এরকমই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবার থেকে। অনলাইনে বা অফলাইনে বিজ্ঞাপনী চমকের আড়ালে কোনও বিক্রেতাই যাতে লোক ঠকাতে না পারে, তার জন্য কড়া হচ্ছে সরকার। এছাড়াও সেলিব্রিটি প্রচারকদেরও সতর্ক করা হচ্ছে এব্যাপারে।
পণ্য সম্পর্কে সেলিব্রিটি প্রচারকদের আগে সন্তুষ্ট থাকতে হবে কোনও পণ্যের প্রচারে নামার আগে। তারপরই তিনি বিজ্ঞাপনের প্রচার করতে পারবেন। কোনও ডাক্তার এবার থেকে বিজ্ঞাপনে অংশ নিতে পারবেন না, তা সে দাঁতের মাজন হোক বা মেডিক্যাল পণ্য।
আগে সেলিব্রিটিকেই কি শ্যাম্পু, হেয়ার অয়েল, পাউডার কিংবা ক্রিম, ব্যবহার করতে হবে? জানা যাচ্ছে, ব্যবহার না করলেও চলবে। তবে প্রচারে যে দাবি করা হচ্ছে, সেটি যে সঠিক সে ব্যাপারে তাঁকে নিশ্চিত হতে হবে। কোনও রিসার্চ পেপার বা পরীক্ষিত সত্যর তথ্য তাঁকে যাচাই করতে হবে।
এবার থেকে কোনও পণ্যকে আড়াল করে ঘুরিয়ে কোনও বিজ্ঞাপন করা চলবে না। নিশ্চিত করতে হবে, কোনও পণ্যের প্রচার যাতে ছোটদের উপর শারীরিক বা মানসিক প্রভাব না ফেলে। কেউ কোনওভাবে বিভ্রান্তের শিকার হয়েছেন মনে করলে টোল ফ্রি নাম্বার ১৯১৫-এ ফোন করলে মিলবে সুরাহা। ব্যবস্থা নেওয়া হবে প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে।