দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

হাওড়ায় পুলিশে রদবদল করল নবান্ন

June 11, 2022 | < 1 min read

গত কয়েকদিন ধরে হাওড়ার বিভিন্ন এলাকার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। বিজেপি নেত্রী নূপুর শর্মার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ চলে বিভিন্ন এলাকায়। এই পরিস্থিতিতে পুলিশে রদবদল করার সিদ্ধান্ত নিল নবান্ন।


হাওড়া সিটি পুলিশের সিপি হিসাবে পাঠানো হল প্রবীণকুমার ত্রিপাঠিকে। এত দিন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। হাওড়া কমিশনারেটের সিপি ছিলেন সি সুধাকর। তাঁকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদে পাঠানো হল। হাওড়া শহরের পাশাপাশি গ্রামীণ পুলিশেরও কমিশনার বদল করা হল। গ্রামীণে নতুন সিপি হিসাবে দায়িত্ব দেওয়া হল স্বাতী ভাঙ্গালিয়াকে। তিনি ছিলেন কলকাতা পুলিশের (দক্ষিণ-পশ্চিম) ডিসিপি। এত দিন হাওড়া গ্রামীণের সিপি ছিলেন সৌম্য রায়। এ বার তাঁকে কলকাতা পুলিশের (দক্ষিণ-পশ্চিম) ডিসিপি পদে পাঠানো হল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Violence, #howrah police

আরো দেখুন